স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ-এর সাথে বুধবার বিকালে তার কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাত করেন মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম আলী আসকান ও ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যাবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আশরাফুল ইসলাম, নুর মোহাম্মাদ, আঃ ছামাদ, মোয়াজ্জেম হোসেন, আবু জাফর, হাফিজুর রহমান, আঃ আজিজ, বেলাল হোসেন, মহিলা সদস্যা পলি খাতুন, মর্জিনা বেগম, রেবেকা খাতুন প্রমুখ। সৌজন্য স্বাক্ষাতের সময় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা জনগণের সেবক হিসাবে কাজ করে। তাই জনগণের সেবাই সবাইকে ঐক্যবদ্ধ থাকা জুরুরী।
ইউনিয়ন পরিষদের যেকোন সমস্যা দেখা দিলে উপজেলা নির্বাহী অফিসের সাথে যোগাযোগ রক্ষা করার পরামর্শ করেন। মাড়িয়া ইউপি চেয়ারম্যান আসলাম আলী আসকান বলেন, ইউনিয়ন পরিষদের চলমান উন্নয়ন ও নানা রকম সমস্যা নিয়ে অভিভাবক হিসাবে উপজেলা নির্বাহী অফিসার স্যারের তাঁর কার্যালয়ে আমরা পরিষদের সকল সদস্য বৃন্দরা সৌজন্য স্বাক্ষাত করেছি। তিনি আমাদেরকে দিক নির্দেশনা মূলক পরামর্শ দিয়েছেন।
আরবিসি/০৩ মার্চ/ রোজি