রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

‘জবিতে ভাড়াটিয়া ভিসি এলে, গেটে ঝুলবে তালা’

Ratul lslam / ১১১ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে নির্দলীয় শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে তারা এ দাবি জানান। বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে কলা ভবন ও বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘ভাড়াটিয়া ভিসি আসলে, গেটে তালা ঝুলবে,’ ‘জবি থেকে ভিসি চাই, দিতে হবে দিতে হবে’ শ্লোগান দেন।

মানববন্ধনে অংশ নেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক কামরুল ইসলাম জুয়েল ও আতিয়ার রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মিঠুন মিয়া, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোস্তাফা হাসান, আইন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান সাদি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মুহাম্মদ আব্দুল কাদের।

এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করতে যিনি মেরুদণ্ড সোজা করে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সক্ষম হবেন, এমন উপাচার্য দিতে হবে। বহিরাগত উপাচার্যকে কোনো সহযোগিতা না করারও ঘোষণা দেন তারা।


More News Of This Category