আরবিসি ডেস্ক: আগামীকাল মঙ্গলবার থেকে স্কুলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এরপর আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ভর্তির লটারি। ভর্তির আবেদন করা যাবে https://gsa.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
এবার কোটায় ভর্তির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যেমন- এত দিন বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র-কন্যা পাওয়া না গেলে নাতি-নাতনিদের ভর্তির জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত রাখার নিয়ম ছিল। নতুন সিদ্ধান্ত হলো, বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে; না পাওয়া গেলে মেধা তালিকা থেকে এই আসনে ভর্তি করতে হবে।
প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তিতে শূন্য আসনের তথ্যসহ রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে মাউশি। নতুন সময়সূচি অনুযায়ী, আজ সোমবার (১১ নভেম্বর) শেষ হচ্ছে রেজিস্ট্রেশন। এর আগে, রেজিস্ট্রেশনের শেষ সময় ছিল গত শুক্রবার (৮ নভেম্বর) পর্যন্ত।
মাউশির ওয়েবসাইটে প্রকাশিত চিঠিতে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষে সারা দেশের মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্য তথ্য দাখিলের সময়সীমা ৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ের মধ্যে বেশকিছু প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে না পারায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়সীমা ১১ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।