শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

এবার কলকাতাগামী বিমানে বোমাতঙ্ক, জরুরি অবতরণ

Md Yousuf Sofiullah / ৩৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

আরবিসি ডেস্ক: ভারতের বিমানে বোমাতঙ্ক যেন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার ভারতীয় এয়ারালাইন ইন্ডিগোর একটি ফ্লাইটে বোমাতঙ্ক দেখা দিয়েছে। ফলে তড়িঘড়ি ফ্লাইটটিকে ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে নিয়ে অবতরণ করানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্রের নাগপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় আসার পথে ওই ফ্লাইটে হঠাৎ করেই বোমাতঙ্ক ছড়ায়। ফ্লাইটটিতে যাত্রী ও ক্রুসহ ১৯৩ জন আরোহী ছিলেন। জরুরি অবতরণের পর ওই বিমানটিতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং বলেন, নাগপুর থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করা ওই বিমানটির বিষয়ে হুমকি পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানটিকে রায়পুরের দিকে ঘুরিয়ে দেয়। পরে বিমানটি সকাল ৯টার পরে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে জরুরি অবতরণের পর বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষার জন্য বিমানটিকে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় বলে ওই কর্মকর্তা বলেছেন। তিনি বলেন, কারিগরি কর্মীদের পাশাপাশি বোম্ব স্কোয়াডের সদস্যরা বিমানটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, রায়পুর বিমানবন্দরের একটি নিরাপদ জায়গায় বিমানটিকে নিয়ে যাওয়া হয়েছে। বিমানে থাকা যাত্রীদের নামিয়ে চলছে তল্লাশি। যদিও এখনও পর্যন্ত বিমানের ভেতর থেকে কোনও বিস্ফোরক পদার্থ বা রহস্যজনক বস্তুর সন্ধান মেলেনি।
রায়পুরের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কিরণ রাঠৌর জানিয়েছেন, সত্যিই বিমানের ভেতর বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


More News Of This Category