শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

গাজীপুরে মার্কেটে আগুন

Reporter Name / ৪৩৬ Time View
Update : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

আরবিসি : ডেস্ক : গাজীপুরের কোনাবাড়ীতে একটি মার্কেটে আজ শনিবার আগুন লাগে । গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আজ শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

দমকল বাহিনী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এক্সিলেন্ট নামে ছয়তলা ভবনের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে কালিয়াকৈর, ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওই মার্কেটের চারতলায় থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পাঁচতলায় ছড়িয়ে পড়ে।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যাবে।

আরবিসি/০৬ ফেব্রুয়ারী/ রোজি


More News Of This Category