• মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

রাজশাহীতে ৫ শতাধিক মানুষ পেলেন ফ্রি চিকিৎসা সেবা

Reporter Name / ৩৩৫ Time View
Update : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে চার সদস্যের একটি মেডিকেল টিম প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ ও শিশুদের উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করেছেন। এসময় পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ বিনামূল্যে ওষুধ দেয়া হয়।

শনিবার সকাল ১০টায় নগরীর বুলনপুর এলাকায় প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের রাজশাহী জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক রফিকুজ্জামান বেল্টু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভানটেজ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেডের কো ফাউন্ডার জিয়া সিদ্দিকী।

প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. জিএম জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভানটেজ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেডের পরিচালক আব্দুর রব জদ্দার, প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি প্রদীপ মৃধা, সহ-সাধারণ সম্পাদক ডা. মো: শের শাহ, কোষাধ্যক্ষ জহিরুদ্দীন প্রমুখ।

আরবিসি/০৬ ফেব্রুয়ারি/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category