আরবিসি ডেস্ক : পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার ওপর আগে যে ব্যক্তি হামলা চালিয়েছিলেন, সেই ব্যক্তিই এবার হুমকি দিয়েছেন।
বুধবার টুইটার অ্যাকাউন্ট থেকে মালালাকে হুমকি দিয়ে ওই ব্যক্তি বলেন, ‘পরেরবার, আর কোনো ভুল করা হবে না।’
এই ব্যক্তি হলেন পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবানের (টিটিপি) সাবেক মুখপাত্র এহসানউল্লাহ এহসান। তিনি ২০১২ সালে মালালার ওপর হামলা চালিয়েছিলেন।
মালালাকে হুমকি দেওয়ার ঘটনায় বুধবার এহসানউল্লাহ এহসানের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ।
পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে জঙ্গিরা তাকে গুলি করে। মালালাকে গুলি করার বিষয়টি স্বীকার করেন এহসান। পরে ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন মালালা।
আরবিসি/১৮ ফেব্রুয়ারি/ রোজি