শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

রাজশাহীতে আট জুয়াড়ি গ্রেপ্তার

Reporter Name / ৩০৭ Time View
Update : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে আট জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ডিঙ্গাডোবা মিশন গেট এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার হায়দার আলী (৪৫), ডিঙ্গাডোবার মো. সেলিম (৪২), আব্দুস সালাম (৩৫), মোহর আলী (৩৮), জাকিউর রহমান ওরফে ডিগেন (৪০), মো. সুমন (৩৩), বহরমপুর এলাকার মো. হেলাল (৪২) এবং কাজীহাটা এলাকার মামুনুর রশিদ (৪০)। আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়। অভিযানে এদের কাছ থেকে নগদ ৫ হাজার ২৪৫ টাকা ও জুয়া খেলার তাস জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরবিসি/২৭ ফেব্রুয়ারি/ রোজি


More News Of This Category