শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

রোগী সেজে অ্যাম্বুলেন্সে মাদক পাচার

Reporter Name / ২৮৬ Time View
Update : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

আরবিসি ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী থেকে অ্যাম্বুলেন্সে করে পাচারের সময় ২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২ মার্চ) বিকেলে র‌্যাব-৩ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১ মার্চ) রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা পদ্মা আবাসিক হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পর চেকপোস্ট বসিয়ে অ্যাম্বুলেন্সে থাকা গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে অবস্থান করা এ সময় মো. জাহাঙ্গীর ও মো. জালালকে গ্রেপ্তার করা হয়।

সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, গোয়েন্দাদের সংবাদ অনুযায়ী কয়েকজন মাদক ব্যবসায়ী অ্যাম্বুলেন্স যোগে রোগী সেজে অভিনব কায়দায় দাউদকান্দি থেকে যাত্রাবাড়ী হয়ে মতিঝিল অভিমুখে গাঁজা বহন করে নিয়ে যাচ্ছিল। এরপরই চেকপোস্ট বসানো হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক এনে রাজধানীর বিভিন্ন স্পটে সরবারহ করতো।

আরবিসি/ ০২ মার্র/ রোজি


More News Of This Category