• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন

রাজশাহীর চার হোটেল থেকে ৩৭ নারী-পুরুষ আটক

Reporter Name / ১০৪ Time View
Update : বুধবার, ৩ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় চারটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন নারী-পুরুষকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ২০ নারী। বুধবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিবি) আরিফিন জুয়েল জানান, পদ্মা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। এর মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী। এছাড়াও সূর্যমুখি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সাতজন পুরুষ ও আটজন নারী।

অপরদিকে, সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়। এর মধ্যে তিনজন পুরুষ ও ছয়জন নারী। এছাড়াও আশ্রয় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। এর মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী।

তিনি বলেন, জুয়া খেলেসহ অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরবিসি/০৩ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category