আরবিসি ডেস্ক : সিরাজগঞ্জে নজরুল ইসলাম (৩২) নামে এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ এণ্ড হাসপাতাল মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত নজরুল ইসলাম শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবুল কালামের ছেলে।
স্থানীয়রা জানান, নজরুল একজন নির্মাণ শ্রমিক। মঙ্গলবার কাজ শেষে বাড়ি ফেরার পথে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ এণ্ড হাসপাতাল মোড়ে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নজরুলকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে কে বা কারা কেন তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরবিসি/০৩ মার্চ/ রোজি