শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

মডেল স্বর্ণার বিরুদ্ধে থানায় অভিযোগের পাহাড়

Reporter Name / ২২৩ Time View
Update : শনিবার, ১৩ মার্চ, ২০২১

আরবিসি ডেস্ক : সাবেক স্বামীর মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণার (৪১) বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আসা শুরু হয়েছে পুলিশের কাছে।

পুলিশ জানিয়েছে, মডেল স্বর্ণা ব্ল্যাকমেইল করে বিয়ে করেন কামরুল হাসান (৪৫) নামে এক সৌদি প্রবাসী ব্যবসায়ীকে। এরপর থেকেই পালটে যেতে থাকে তার জীবনযাপন।

চলাফেরায় আসে চাকচিক্য। আর এসব হয় কামরুলের থেকে হাতিয়ে নেওয়া টাকা দিয়ে।

তবে স্বামীর মামলায় গ্রেফতার হওয়ার পর স্বর্ণার প্রতারণার সব খবর একের পর এক প্রকাশ হতে থাকে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। প্রবাসীর কষ্টার্জিত টাকা হাতিয়ে নেওয়ায় চক্রটিকে গ্রেফতার করা হয়েছে। এরপর থেকে স্বর্ণার আরও প্রতারণার খবর আসছে বলে জানান তিনি।

তবে স্বর্ণার বিরুদ্ধে আরও কারা প্রতারণার অভিযোগ করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় লালমাটিয়া ডি-ব্লক-এর একটি বাসা থেকে স্বর্ণাকে গ্রেফতার করা হয়। এর আগে রোমানার আরও দুটি বিয়ে হয়েছে বলে জানান সাবেক স্বামী কামরুল।

তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ চক্রের সঙ্গে রোমানার পরিবারের বাইরে আরও দুটি নাম আসে। জনৈক রিজভী ও সিহাব বিভিন্নভাবে রোমানা স্বর্ণাকে সহযোগিতা করত বলে জানা গেছে। তবে এদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আরবিসি/১৩ মার্চ/ রোজি


More News Of This Category