• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শীর্ষ সংবাদ
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে উত্তাল রাবি ক্যাম্পাস, রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ রাজশাহী জেলা আ’লীগের সভাপতিকে লাঞ্ছিতের ঘটনায় বাগমারা উপজেলার আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে দুর্বৃত্তদের হামলা ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন আহবায়ক আব্দুল্লাহ ইকবাল, শাহাদাৎ হোসেন মুন্নার অভিনন্দন প্যারাগুয়ের জালে ৪ গোলে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ব্রাজিল, জোড়া গোল করেছেন ভিনিসিউস আজ রাজধানীতে আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ খুনোখুনি বেড়েছে আওয়ামী লীগে রাজশাহীতে আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে মালিকসহ আটক ১৭ রাজশাহী-৬ আসনের এমপি’র কুশপুত্তলিকা জ্বালিয়ে শাহরিয়ার আলমকে অবাঞ্ছিত ঘোষণা করল আ’লীগ রাজশাহীর পবা উপজেলা ভাইস চেয়ারম্যান পপির রকেটের গতিতে বয়স বৃদ্ধির তদন্ত করল কমিটি রাজশাহীর বাঘায় নিহত নেতা বাবুলের জানাজা থেকে বের করে দেওয়া হলো জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনীল কুমার সরকারকে

জয়ের সেঞ্চুরিতে জয়ের পুঁজি বাংলাদেশের

Reporter Name / ৮৭ Time View
Update : রবিবার, ১৪ মার্চ, ২০২১

আরবিসি ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে বাড়তি প্রত্যাশা মাহমুদুল হসান জয়ের কাছে। ব্যাট হাতে নিরাশ করছেন না তিনি। চলমান আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে সিরিজে খেলতে নেমে নিয়মিত রান পাচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান। আইরিশদের বিপক্ষে সবশেষ ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেছিলেন জয়। সে ম্যাচে সুযোগ না পেলেও আজ রোববার সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। পরের ৩ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রতিপক্ষ দলকে হোয়াইটওয়াশ করার মিশনে মিরপুরে আজ আগে ব্যাট করে স্বাগতিকরা। সেখানে জয়ের শতকের উপর ভর করে আয়ারল্যান্ড উলভসের সামনে ২৬১ রানে বড় লক্ষ্য দাঁড় করেছে স্বাগতিকরা।

সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এ ম্যাচের একাদশে একাধিক পরিবর্তন নিয়ে খেলতে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। ৭টি পরিবর্তনের ফলে এ ম্যাচে সুযোগ হয়নি ওপেনার তানজিদ হাসান তামিমের। ম্যাচের শুরুতে টস ভাগ্য কথা বলেনি বাংলাদেশ ইমার্জিংয়ের হয়ে। টস হেরে আনিসুল ইসলাম ইমনকে নিয়ে ওপেন করতে নামেন স্বাগতিক দলের অধিনায়ক সাইফ হাসান। তবে সুবিধা করতে পারেননি সাইফ, আউট হয়েছেন ৩ রান করে।

সুযোগটা কাজে লাগাতে পারতেন ইমন, তবে উইকেটে থিতু হয়েও ব্যক্তিগত অর্ধশতক থেকে ৯ রান দূরে থাকতে ফিরে যান তিনি। ৩১ বলের ইনিংসটি ৮টি বাউন্ডারি দিয়ে সাজান ইমন। ইমনের আউটের পর একপ্রান্ত আগলে রাখেন জয়। তবে বাকি ব্যাটসম্যানরা যোগ দিচ্ছিলেন যাওয়া-আসার মিছিলে। তৌহিদ হৃদয় ২০, শাহাদাত হোসেন দিপু ১৩, শামীম পাটোয়ারি ১১ রান করে সাজঘরে ফেরেন।

সতীর্থরা ইনিংস বড় করতে না পারলেও দলের রানা চাকা সচল রাখেন জয়। এক ফাঁকে সিরিজে নিজের তৃতীয় অর্ধশতক তুলে নেন তিনি। পরে অবশ্য শুধু ফিফটিতে তৃপ্ত থাকেননি তিনি। সেঞ্চুরি হাঁকিয়ে থেমেছেন ১২৩ রানে। ১৩৫ বলের ইনিংসটি সাজাতে ৯টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। ৪৯তম ওভারে জয় যখন আউট হন তখন বাংলাদেশ দলের সংগ্রহ ২৫৯ রান।

মাঝে ৩৩ রানের একটি কার্যকারী ইনিংস উপহার দিয়ে যান মাহিদুল ইসলাম অঙ্কন। পরে অলআউট হওয়ার আগে বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ দাঁড়ায় ২৬০ রান। আয়ারল্যান্ডের হয়ে মার্ক অ্যাডায়ার, হ্যারি টেক্টর ও রুহান প্রিটোরিয়াস ২টি করে উইকেট নেন। জয়ের জন্য আয়ারল্যান্ড উলভস দলের প্রয়োজন ২৬১ রান।
r

সংক্ষিপ্ত স্কোর- বাংলাদেশ ইমার্জিং দল: ২৬০/১০, ৪৯.৪ ওভার (জয় ১২৩, আনিসুল ৪১, মাহিদুল ৩৩, অ্যাডায়ার ৩/২৭, প্রিটোরিয়াস ২/৫১)

আরবিসি/১৪ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category